রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখার দাবিতে ঝিনাইদহে মিছিল। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫ সৌভিক পোদ্দার।। মাহে রমজানের পবিত্রতা রহ্মা ও দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে ঝিনাইদহে জেলা জামায়াত বিহ্মোভ মিছিল করেছে। শুক্রবার বিকেলে পুরাতন ডিসি কোর্টচত্বর থেকে বৃক্ষ মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করে দলটি। সে সময় উপস্থিত ছিলেন জেলা জামাতের আমির অধ্যাপক আলী আজম মোঃ আবু বক্কর, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আউয়াল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হারুন অর রশীদ সহ অন্যান্যরা। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আসন্ন মাহে রমজানের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। ধর্মপ্রাণ মুসলমানগন সিয়াম পালনের বাধা না পায়। একই সাথে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে বলেন কোন পণ্যের অযথা মূল্য বাড়লে তার ফল ভালো হবেনা। বক্তার আরো বলেন আসন্ন রমজানের খাবারের হোটেল বন্ধ রাখতে হবে। SHARES আন্দোলন বিষয়: