টঙ্গীতে সমবায় সমিতির অর্থ ফেরৎতের দাবিতে সড়ক অবরোধ ।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫
গাজীপুরের টঙ্গীতে অঙ্গীকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে একটি প্রতিষ্ঠান গ্রাহকদের কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার ,২১ ফেব্রুয়ারি সকাল ১১ঘটিকায়  টঙ্গীর ৪৮নং ওয়ার্ড, দত্তপাড়া হাজী মার্কেট এলাকার ভুক্তভোগী গ্রাহকগন বিক্ষোভ , মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।
ভুক্তভোগীদের অভিযোগ, অঙ্গীকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে একটি প্রতিষ্ঠান ২০১৩ সালে টঙ্গীর দওপাড়ায় কার্যক্রম শুরু করে। কিছুদিন আগে গ্রাহকদের অর্থ ফেরত না দিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা প্রতিষ্ঠানটি তালা দিয়ে পালিয়ে যান। গ্রাহকদের দাবি, তাদের প্রায় ২০ কোটির বেশি টাকা আত্মসাৎ করেছে তারা। প্রতারিতরা গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা করেছেন। মামলায় অভিযুক্তরা হলেন বরিশালের বিমানবন্দর থানার সোলনা গ্রামের  রফিকুল ইসলাম রিপন, তার স্ত্রী নার্গিস ময়না,  বরিশালের সাইবের হাট গ্রামের মো. ইমরান এবং সমিতির যুগ্ম সম্পাদক একই এলাকার রায়হান হোসেন। বিক্ষোভে অংশ নেওয়া ভুক্তভোগী ব্যাবসায়ি  মাসুম বিল্লাহ দৈনিক দেশসেবা কে জানান , ‘আমরা মধ্যবিও পরিবারের লোক  একটু সচ্ছলতার আশায় এখানে সঞ্চয় করেছিলাম। কিন্তু তারা আমাদের সর্বস্ব লুটে নিয়েছে। আমরা এখন রাস্তায় বসে পড়েছি পরিবার নিয়ে খুবই কস্টে দিন পাড় করছি। এই চক্রের সাথে একই এলাকার শাহজাহান জড়িত তাকে ধরলেই বাকী পলাতক সবাইকে আটক করা যাবে। আমরা আমাদের পাওনা টাকা ফেরত চাই এবং প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।’