জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুর জেলা জামায়াতের বিক্ষোভ।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে শেরপুর জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও স্মরণকালের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় জেলা শহরের থানা মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফেয রাশেদুল ইসলাম। এসময় তিনি বলেন, স্বৈরাচার আওয়ামীলীগ সরকার বিগত ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকুও দেয়া হয়নি। সমাবেশে বক্তারা আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশবাসী আশা করেছিল যারা মিথ্যা মামলায় কারাগারে আটক ছিলেন তারা মুক্তি পাবে। কিন্তু শেখ হাসিনার পতনের পর ফাঁসির আসামীসহ অনেকেই মুক্তি পেলেও জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাননি। তার মুক্তি না হওয়ায় দেশবাসী বিস্মিত। সমাবেশ শেষে স্মরণকালের এক বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানা মোড়ে এসে শেষ হয়। মিছিলে জেলা ও উপজেলা হতে আগত জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।