হঠাৎ চট্টগ্রাম চট্টেশ্বরী সড়কে ছাত্রলীগের মিছিল দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৫ বাবলু নন্দী।। ২৫.৩.২০২৫ ইং. মঙ্গলবার সন্ধ্যায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের মিছিল ৩৫ থেকে ৪৫ জন তরুণকে, মুখে মাক্স পড়া অবস্থায় চট্টগ্রাম চট্টেশ্বরী সড়কে ঝটিকা মিছিল করতে দেখা যায়। তারা স্লোগান দেন আওয়ামী লীগের সভা নেএী শেখ হাসিনা, আর স্বাধীনতা দিবসের। আরো বলে মুজিব তোমায় মনে পড়ে স্বাধীনতা দিবসে। এ মিছিলটির ভিডিও ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জন্ পোস্ট করে। এ মিছিলটির নিষিদ্ধ ছাত্রলীগ, ছাত্র সংগঠন সম্পর্কে অভিযোগ করে চকবাজার থানায় ফোন করলে, মুঠোফোন ধরে নাই দায়িত্বপ্রাপ্ত পুলিশ। ছাত্রলীগের এ ঝটিকা মিছিলটি চট্টগ্রাম চট্টেশ্বরী সড়ক থেকে শুরু করে চকবাজার সিজিএস গ্রামার স্কুল পর্যন্ত প্রদক্ষিণ করে এরা চলে যায়। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: