চট্টগ্রাম ডিসিহিলের বর্ষবরন মঞ্চ ভাঙচুর অনুষ্ঠান বাতিল আটক ৬ জন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫

বাবলু নন্দী।।

রোজ রবিবার ১৩.৪.২০২৫ ইং. সন্ধ্যার ৭: ২০ মিনিটে সময় ৪৫ থেকে ৫০ জন, হঠাৎ করে এসে ডিসিহিল বর্ষবরণ মঞ্চ ভাঙচুর ও বৈশাখী ব্যানার ছিড়ে পেলে।এদের মধ্য থেকে ৬জন কে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ফ্যাসবাদীর দোসরা অনুষ্ঠানের আয়োজক দাবি করে তারা সেখানে হামলা পরিকল্পনা করেছে। সমলিত পহেলা বৈশাখের উদযাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী টিপু বলেন, স্বৈরাচার দোসরা, হুঁশিয়ার সাবধান স্লোগান দিয়ে ডেকোরেশন এর কাপড় ছিড়ে ফেলে, মঞ্চভাঙচুর বৈশাখী ব্যানার ছিড়ে ফেলে। হামলার পর পুলিশ সদস্যরা এসেছেন। আগামীকাল অনুষ্ঠান করার মত অবস্থা নাই। তাই আমরা আর রিক্স নিতে পারব না। আগামীকালকের অনুষ্ঠানে আমরা বাতিল করছি। নগর পুলিশের কমিশনার দক্ষিণ মোঃ আলমগীর হোসেন বলেন আমরা এ ঘটনায় ছয়জনকে আটক করেছি। তারা দাবি করেছে এ নববর্ষ অনুষ্ঠানটি ফ্যাসটাবাদীরা আয়োজন করতেছে।তাদেরকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।