লোকমানের বাড়িঘর ভাংচুর,লুটপাট অগ্নী সংযোগ,দখলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫ Ripon Sarkar।। ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা দশদোনা গ্রামে মৃত কালু মিয়া ছেলে পৌর যুবলীগের সংগঠিত সম্পাদক মোঃ লোকমান হোসেনের বাড়িঘর ভাংচুর,লুটপাট অগ্নী সংযোগ ও দেকান দখল করে দিয়ে সন্ত্রাসী বাহিনী করিম ও রহিম,শাকিল তার দলবল। আওয়ামীলীগ এর দল সাপোর্ট করার কারনে তার বাড়িতে ও দোকানে লুটপাট করে ৩কোটি টাকার মালামাল ও নগদ ৪০লক্ষ টাকা নিয়ে যায় এই সন্ত্রাসী বাহিনী গং। কয়েক বার তাকে মারপিট করে পুলিশের হাতে তুলে দেয়।আওয়ামীলীগ করার কারনে এখন বাড়ি ছাড়া তিনি। মোঃ লোকমান হোসেন জানান,আওয়ামীলীগ করার কারনে আমি ও আমার পরিবার বাড়িতে থাকতে পারি না।অগ্নি সংযোগ করে আমার দোকানপাট পুরিয়ে দিয়েছে। আমার ঘরবাড়ি ও দোকানপাট সন্ত্রাসী বাহিনীরা দখল করে নিয়েছে। এখন আমি দেশ থেকে দেশের বাইরে চলে গেছে। কোথাও আমার জায়গা নাই আমার স্ত্রী সন্তান অনিরাপদে আছে। যেকোনো সময় আমার স্ত্রীর সন্তানকে মেরে ফেলতেt পারে। পুলিশ ও এলাকাবাসীরে জানা যায়,গ্রামের ভিতরে অনেক কোন দল আওয়ামী লীগ বিএনপি কোন দলের কারণে লোকমান হোসেন অনিরা পদে আছে। অন্ধকার পাট সবকিছু লোড করে নিয়ে গেছে। পার্শ্ববর্তী বাড়ির কবির হোসেন বলেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন অনেক অত্যাচারিত নিপীড়িত। আ,লীগ করার কারণে সে বাড়ি ঘর ছাড়া। পরিবার অনিরাপদে আছে। যেকোনো সময় মেরে ফেলতে পারে। প্রতিপক্ষ রহিম মিয়া বলেন,আমরা তাকে কোন কিছু করি নাই। তারা আমাকে পূর্বে মেরেছে। এখন আমাদের ভয়ে দেশ থেকে পালিয়েছে। বাঞ্ছারামপুর মডেল থানারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুর্শিদ আলম চৌধুরী জানান,এই ঘটনা আমরা অবগত নয়। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: