গোমস্তাপুরে বজ্রপাতে নিহত কৃষকের পরিবারকে ইউএনওর আর্থিক সহায়তা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫ মোঃ তুহিন।। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বজ্রপাতে শাহাবুদ্দিন ওরফে ওজকার (৩২) নামে এক কৃষক নিহত হয়েছে। গত শুক্রবার রাত ৮ টার দিকে ঝড়বৃষ্টি হওয়ার সময় সন্তেষপুর গ্রাম সংলগ্ন বিলের খোলারট্যাক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন উপজেলার আলিনগর ইউনিয়নের কামাত সন্তেষপুর গ্রামের বাসিন্দা তাজামুল হকের ছেলে। ওই সময় তিনি পাওয়ার টিলারে করে ধান নিয়ে এলাকায় ফিরছিল। এদিকে শনিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি নিহতের স্ত্রী হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন। বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে এই উপজেলায় ঝড়বৃষ্টি শুরু হয়। ওই সময় সন্তেষপুর কামাত এলাকার কৃষক শাহাবুদ্দিন ওজকার পাশ্ববর্তী বিল সংলগ্ন মাঠ থেকে অন্যদের সঙ্গে পাওয়ার টিলার করে ধান নিয়ে এলাকায় ফিরছিলেন। ওই সময় খোলারট্যাক নামক স্থানে বজ্রপাত হলে শাহাবুদ্দিন ঘটনাস্থলে মারা যান। শনিবার সকালে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানান। এদিকে খবর পেয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি সকালে নিহত শাহাবুদ্দিন বাড়িতে ছুটে যান। সেখানে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের স্ত্রীর কাছে নগদ ১০ হাজার টাকা তুলে দেন ইউএনও । এ সময় উপস্থিত ছিলেন বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। SHARES সারা বাংলা বিষয়: