গোপালগঞ্জে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫

শেখ ফরিদ আহমেদ।।

২৫ মে রোজ রবিবার গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী গোপালগঞ্জ আয়োজিত বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উদযাপিত হয় এক ব্যতিক্রমী অনুষ্ঠান । এ উপলক্ষে আলোচনা সভা ও এক  বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে আলোচনা রাখেন গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সানজিদা হক মিশু, সরকারি বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক মাহামুদ আলী খোন্দকার, জেলা পরিষদ গোপালগঞ্জের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্নেন্দু শেখর মন্ডল, উপ-পরিচালক উপসচিব স্থানীয় সরকার গোপালগঞ্জের বিশ্বজিত কুমার পাল, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এবং অভাবনীয় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক যুগ্মসচিব মুহম্মদ কামরুজ্জামান।
জেলা শিল্পকলা একাডেমির গোপালগঞ্জের ‘হালখাতা’ ম্যাগাজিনটির মোড়ক উন্মোচিত হয় মঞ্চে উপবিষ্ট সকল অতিথিবৃন্দ কর্তৃক যাহা প্রতি বছর বাংলা নববর্ষ উপলক্ষে প্রকাশিত হয়। অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীসহ উদীচী শিল্পী গোষ্ঠী গোপালগঞ্জ জেলা সংসদ, বাংলাদেশ শিশু একাডেমী গোপালগঞ্জ, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ গোপালগঞ্জ শাখাসহ বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও জেলা শিল্পকলা একাডেমী কর্তৃক নাটক বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাক ঘর’ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাটক ‘লিচু চোর’ নাট্য পরিচালনায় ছিলেন জেলা শিল্পকলা কলা একাডেমীর নাট্য প্রশিক্ষক মাহফুজ রিপন ।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক যুগ্মসচিব মুহম্মদ কামরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক উপসচিব স্থানীয় সরকার বিশ্বজিত কুমার পাল ও নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ গোপালগঞ্জ অমিত দেব নাথ , সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ গোলাম কবির। অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিমা হীরা তমা ও শাহানাজ পারভীন শিলু । সার্বিক অনুষ্ঠানটি সার্থক রূপ দেওয়ার জন্য অনবদ্য পরিশ্রমের শ্রমফসল যার অবদানে, তিনি গোপালগঞ্জ  জেলা শিল্পকলা একাডেমী কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত যিনি একাধারে একজন প্রতিথযশা কন্ঠশিল্পী গীতিকার সুরকার মিউজিশিয়ান উপস্থাপক ও নানামুখি মেধার অতুলনীয় উদাহরণ।