অন্নপূর্ণা-১ জয় করলেন বাবর আলী, বাংলাদেশের প্রথম সাফল্য দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫ হিমালয়ের দুর্গম অন্নপূর্ণা-১ (৮,০৯১ মিটার) পর্বত জয় করেছেন বাংলাদেশের পর্বতারোহী ডা. বাবর আলী। সোমবার (৭ এপ্রিল) সকালে সফলভাবে শৃঙ্গ স্পর্শ করেন তিনি। এটিই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কেউ অন্নপূর্ণা-১ জয় করলেন। অভিযানে বাবরের সঙ্গে ছিলেন গাইড ফূর্বা অংগেল শেরপা। এই ঐতিহাসিক সাফল্যের খবর নিশ্চিত করেছেন অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান এবং অভিযানের নেপালি পরিচালনাকারী প্রতিষ্ঠান মাকালু অ্যাডভেঞ্চার-এর সত্ত্বাধিকারী মোহন লামসাল। পর্বতারোহণে নতুন ইতিহাস ফরহান জামান বলেন, “অন্নপূর্ণা-১ শীর্ষে পৌঁছানোর মাধ্যমে বাবর আলী বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত করেছেন। তাঁর কঠোর পরিশ্রম, প্রস্তুতি ও অধ্যবসায়ের প্রতিফলন এই সাফল্য। আমরা বিশ্বাস করি, এটি দেশের ভবিষ্যৎ পর্বতারোহীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হয়ে থাকবে।” পেশায় চিকিৎসক, নেশায় অভিযাত্রী চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স-এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক বাবর আলী পেশায় একজন চিকিৎসক। এর আগেও তিনি সাফল্যের নজির গড়েছেন—২০২৩ সালে প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে জয় করেছিলেন বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট (৮,৮৪৮ মিটার) এবং চতুর্থ সর্বোচ্চ লোৎসে (৮,৫১৬ মিটার)। ভয়ংকর বিপজ্জনক অন্নপূর্ণা অন্নপূর্ণা-১ বিশ্বের দশম সর্বোচ্চ পর্বত, কিন্তু মৃত্যুহারের দিক থেকে অন্যতম বিপজ্জনক। এই শৃঙ্গ জয়ের জন্য অনেক সাহস ও শারীরিক প্রস্তুতির প্রয়োজন হয়। বাবর আলী তার অসাধারণ মানসিক দৃঢ়তা ও শারীরিক সক্ষমতার মাধ্যমে এই চ্যালেঞ্জকে জয় করেছেন। অভিযান পরিকল্পনা ২৪ মার্চ: বাবর আলী ঢাকা থেকে রওনা দেন নেপালের উদ্দেশে। ২৮ মার্চ: পোখারা হয়ে পৌঁছান অন্নপূর্ণা বেসক্যাম্পে। ক্যাম্প ১ (৫২০০ মিটার): কাটান দুই রাত। ক্যাম্প ২ (৫৭০০ মিটার): কাটান এক রাত। ২ এপ্রিল: অভিযানের জন্য আবার বেসক্যাম্পে ফিরে আসেন। ৭ এপ্রিল সকাল: পৌঁছান চূড়ায়—অন্নপূর্ণা-১ শিখরে। বাংলাদেশের গর্ব এই সাফল্য বাংলাদেশের পর্বতারোহণ জগতে এক ঐতিহাসিক মাইলফলক। বাবর আলী শুধু একটি পর্বত জয় করেননি, তিনি অনুপ্রাণিত করেছেন নতুন প্রজন্মকে, দেখিয়েছেন স্বপ্ন দেখার পথ। SHARES জাতীয় বিষয়: