চাঁপাইনবাবগঞ্জে আমের ব্যাপক ক্ষতি

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৪

মোঃ তুহিন।ফলের রাজা আম। আর আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান অর্থকরী ফসল আম।চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা সূত্রে জানা গেছে, প্রতিবছর দেশে উৎপাদিত মোট আমের সিংহভাগই উৎপাদিত হয় চাঁপাইনবাবগঞ্জে। কৃষি বিভাগ জানায়, বাংলাদেশে প্রতিবছর গড়ে ৭ লাখ ৬৬ হাজার ৯৩০ মেট্রিক টন আম উৎপাদিত হয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায়ই উৎপাদিত হয় প্রায় ২ লাখ মেট্রিক টন।

চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম জানান, বিশ্বে আম উৎপাদনকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২তম হলেও এখানে আধুনিক পদ্ধতিতে আম চাষ ও উন্নত বিপণন ব্যবস্থা গড়ে না ওঠায় সম্ভাবনা থাকার পরও বিদেশে পর্যাপ্ত আম রফতানি হচ্ছে না। অথচ এসব সমস্যার সমাধান করা হলে উৎপাদিত আম বিদেশে রফতানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা রয়েছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে অধিক তাপদাহার কারণে আম গুলোর ব্যাপক ক্ষতি হচ্ছে তীব্র তাপদাহে আমের গুটি গুলো ঝরে যাচ্ছে পানির সংকটে মাটিতে ফাটল ধরছেযথাসময়ে বাগান গুলোতে পানি দিতে না পারায় আমের সাইজ ছোট হচ্ছে এমন অবস্থা চলতে থাকলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে | কৃষকের সাথে কথা বলে জানতে পেরেছি অন্যান্য বছরে তুলনায় এ বছরে আমের ফলন অনেক কম।