লালমনিরহাট-১ আসনে উপজেলা পরিষদ নির্বাচনের বিজয়ী হলেন যারা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, মে ৯, ২০২৪

এ,এল,কে খান জিবু।দেশের ষষ্ঠ উপজেলা নির্বাচনের আজ ছিলো প্রথম ধাপ। প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ সুসম্পন্ন হয়েছে। এর মধ্যে ২২টিতে ইভিএমে ও বাকিগুলোতে ব্যালটে মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। কয়েকটি স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আজ বুধবার লালমনিরহাট-১ আসনে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করলেন উপজেলা নির্বাচন অফিস।

তথ্য মতে, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মোট চারজন প্রার্থী অংশগ্রহণ করেছেন তারমধ্যে মোঃ লিয়াকত হোসেন বাচ্চু (কাপ পিরিচ) কে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে বে-সরকারি ভাবে ফলাফল প্রকাশ করেছে। তিনি মোট ভোট পেয়েছেন ৩৪,৯১৯।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মশিউর রহমান (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৩৩,৬৫৭ ভোট।

অর্থাৎ ১৪শত ২২ ভোট বেশি পেয়ে লিয়াকত হোসেন বাচ্চু বেসরকারি ভাবে নির্বাচিত হন।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারমধ্যে মোঃ আলাউদ্দিন মিয়া (মাইক) প্রতীক কে বে-সরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

তিনি মোট ভোট পেয়েছেন ২০২২৮।

এছাড়াও ৩জন মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে মোছাঃ শারমিন সুলতানা সাথী (কলস) প্রতীক কে বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে।

তিনি ভোট পেয়েছেন ৪৬০০০।

এবং পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. রুহুল আমীন বাবুল আনারস প্রতীকে নির্বাচিত হয়েছেন।

ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মোফাজ্জল হোসেন টিউবওয়েল প্রতীকে ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেজওয়ানা পারভীন (ফুটবল) প্রতীকে বিজয়ী হয়েছেন।

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ১২টি ইউনিয়ন, মোট ভোটার ২ লক্ষ ২ হাজার ২শত ১৩। তার মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ১ হাজার ৫ শত ৮৮ এবং মহিলা ১ লক্ষ ৬ শত ২৫। মোট ভোটকেন্দ্র ৭২টি এবং ৫ শত ৩৯টি ভোট কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

এই উপজেলার সকাল আটটা থেকে শুরু করে বিকাল চার টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়েছে।

এসব ভোটকেন্দ্রে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছিলে।