কেন্দুয়া সরকারি কলেজের অধ্যক্ষের বিদায় অনুষ্ঠান দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, মে ১১, ২০২৪ কোহিনূর আলম।নেত্রকোণার কেন্দুয়া সরকারি কলেজের অধ্যক্ষ উত্তম কুমার কর এঁর সুদীর্ঘ কর্মজীবনের আজ (৯ মে) ছিলো শেষ দিন । বৃহস্পতিবার (৯ মে) দীর্ঘ ৩১ বছরের কর্ম জীবন শেষে তাঁর প্রিয়ো প্রতিষ্ঠান কেন্দুয়া সরকারি কলেজের নতুন পুরোনো ছাত্র/ছাত্রী ও সহকর্মীদের ছেড়ে অনেকটা অশ্রুসিক্ত চোখে অবসরকালীন বিদায় নেন তিনি । তখন উপস্থিত সকলের মাঝেও ছিলো বিষণ্নতার দীর্ঘশ্বাস । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক পিপিএম সেবা, কলেজের শিক্ষকবৃন্দ, ছাত্র/ছাত্রী ও সুধীজন । বুধবার (৮ মে) তিনি তাঁর এক ফেইসবুক স্ট্যাটাসে জানান, আমি ১ নভেম্বর ১৯৯৩ সালের সোমবার পূর্বাহ্নে প্রভাষক (বাংলা) পদে কেন্দুয়া ডিগ্রি কলেজ, কেন্দুয়া, নেত্রকোণায় যোগদান করি । কলেজটি তখন ছাত্র-শিক্ষক সংকট, অবকাঠামোগত এবং শিক্ষাবান্ধব পরিবেশের অপ্রতুলতায় ভুগছিল । দীর্ঘ আঠারো বছর পর সকলের আশীর্বাদ ও ভালোবাসায় পদোন্নতি পেয়ে ১৭ ফেব্রুয়ারি ২০১১ সালে আমি কেন্দুয়া ডিগ্রি কলেজ, কেন্দুয়া, নেত্রকোণায় অধ্যক্ষ পদে যোগদান করি । বিনয়ের সাথে বলতে চাই যা পারিনি সে ব্যর্থতা একান্তই আমার, যেটুকু অর্জন সে সফলতা আপনাদের । SHARES জেলা/উপজেলা বিষয়: