শাহজাদপুরে রবিন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তী উৎসব

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, মে ১১, ২০২৪

মোঃ আরিফুল ইসলাম।সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের কাছারী বাড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিন দিনব্যাপী ১৬৩ তম জন্মজয়ন্তী উৎসব শুরু হয়েছে। বুধবার (৮মে) দুপুরে রবীন্দ্র কাছারিবাড়ি অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কবিগুরুর
জন্মজয়ন্তী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

সভায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. তোফাজ্জল হোসেন। এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য চয়ন ইসলাম, সিরাজগঞ্জ-০২ আসনের জাতীয় সংসদ সদস্য জান্নাত আরা হেনরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান প্রমূখ। এদিন রবীন্দ্র
কাছারিবাড়ি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের খ্যাতনামা শিল্পীদের পাশাপাশি আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ। এবার কবিগুরু ১৬৩ তম জন্মজয়ন্তী উৎসবে দেশি-বিদেশি রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে কাছারিবাড়ি প্রাঙ্গণ ও শাহজাদপুর উপজেলা।

উল্লেখ্য, শাহজাদপুর জমিদারী একদা ছিল নাটোরের রানী ভবানীর জমিদারির অংশ। ১৮৪০ সালে শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মাত্র ১৩ টাকা ১০ আনায় এ জমিদারি কিনে নেন। রবীন্দ্রনাথ ১৮৯০ থেকে ১৮৯৬ সাল পর্যন্ত জমিদারি দেখাশোনার কাজে শাহজাদপুরে সাময়িকভাবে বসবাস করতেন। এখানে অবস্থানকালে কবিগুরু রচনা করেন কাব্য: সোনারতরী, বৈষ্ণব কবিতা, দুটি পাখি, আকাশের চাঁদ, পুরস্কার, যমুনা, হৃদয়, ভরা ভাদরে, প্রত্যাখ্যান ও লজ্জা,ছোটগল্প পোস্ট মাস্টার, রাম কানাইয়ের নির্বুদ্ধিতা, ব্যবধান, তারা প্রসন্নের কীর্তি, ছুটি, সমাপ্তি, ক্ষুধিত পাষান, অতিথি, ৩৮টি ছিন্ন পত্রাবলী, প্রবন্ধ ও নাটক বিসর্জনের মতো সাহিত্যকর্ম। গীতাঞ্জলী
কাব্যের কাজও শুরু করেন। পরবর্তীতে তিনি গীতাঞ্জলী কাব্যগ্রš’ রচনার জন্য নোবেল পুরস্কার পান।