সালথায় নির্বাচনী আচরণ বিধিমালা ও আইন শৃঙ্খলা মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, মে ১৫, ২০২৪ সাজ্জাদ হোসেন।৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে আচরণ বিধিমালার উপর প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) দুপুরে উপজেলা অডিটরিয়াম কাম-মাল্টিপারপাস হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা নির্বাচন অফিস। সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি সার্বিক) ও ৬ষ্ট উপজেলা নির্বাচনের ফরিদপুরের রিটার্নিং কর্মকর্তা মোঃ ইয়াছিন কবীর, সিনিয়র জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদদ, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মোঃ আসাদুজ্জামান শাকিল, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর ফরিদপুরের সহকারী পরিচালক ফারুক হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইমরানুর রহমান, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ ফায়েজুর রহমান প্রমূখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, সালথা-নগরকান্দায় নির্বাচন সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। কেও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার সবাই গুরুত্ব সহকারে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। কেউ দায়িত্ব পালনে কোন অবহেলা করবেন না। নির্বাচন সুষ্ঠু করতে আইন-শৃঙ্খলা বাহিনী সহ সকলেই সজাগ আছে। সালথা-নগরকান্দা বাসীকে আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। SHARES জেলা/উপজেলা বিষয়: