মহাত্মা গান্ধী পীস এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক মোঃ হাবিবুর রহমান

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, জুন ২, ২০২৪

মোঃ হানিফ।সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান মহাত্মা গান্ধী পীস এ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছেন।

শুক্রবার (৩১ মে) বিকেলে ঢাকার কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে তাকে এই পুরস্কার প্রদান করা হয়। তার পক্ষে এ্যাওয়ার্ড গ্রহন করে তার বড় ছেলে সাংবাদিক মো. আরিফুর রহমান।

ভারত বাংলাদেশ কালচারাল সোসাইটির আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রীম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন সুপ্রীম কোর্টের বিচারপতি এস.এম মজিবুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন লেফটেন্যান্ট (অবঃ) এম. হারুন অর রশিদ।
উল্লেখ্য সাংবাদিক মোঃ হাবিবুর রহমান দীর্ঘ ৪৫ বছর যাবৎ সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি ২০০৪ সালে জাতীয় গণমাধ্যম পিআইবি কর্তৃক রাষ্ট্রীয় স্বীকৃত একজন সাংবাদিক। তিনি সাংবাদিকতায় ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য গত আড়াই বছরে ১৩টি জাতীয় ও নেপাল, ভারত, থাইল্যান্ড থেকে ৪টি আন্তর্জাতিক মানের পুরস্কার গ্রহন করেন। তার এই সাফল্যে দেশ-বিদেশ থেকে বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।