নবীনগর উপজেলায় ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারে বিনামূল্যে মাটি পরীক্ষা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জুন ৩, ২০২৪
ফরিদ আহমেদ।নবীনগর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউট এর যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ মাটি পরীক্ষাগারে মাটি পরীক্ষা করার আয়োজন করা হয়।
কৃষি জমির সঠিক ফসল উৎপাদন নিশ্চিত করতে জমির জৈব পদার্থ এবং খনিজ উপাদানের মান যাচাইয়ে মাটি পরীক্ষা করে জানা যায়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম লিটন জানান, আমরা নবীনগর উপজেলা থেকে ২২০টি মাটির নমুনা সংগ্রহ করেছি। বিনামূল্যে মাটি পরীক্ষা করা হচ্ছে।
বর্তমানে রাসায়নিক সারের ব্যবহার সঠিকভাবে অনুসরণ করতে হলে ভ্রাম্যমাণ মাটি পরীক্ষা সারাদেশে কাজ করছে। মাটির উর্বরতা এবং ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধিতে এই উদ্যোগ কৃষকদের জন্য সরকারিভাবে মাত্র ৫৮ টাকা খরচে করা যায় বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।