আমি চাই দল মত নির্বিশেষে প্রত্যেকের সহযোগিতা -মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জুন ১০, ২০২৪

কোহিনূর আলম।পরাজিত প্রার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ – এটা রাজনৈতিক সংস্কৃতি ও সৌজন্যতার অংশ । যদিও এক জনের সাথে দেখা করতে পারি নি । তিনি বাসায় ছিলেন না । তবে অচিরেই দেখা করবো ।

আমি চাই দল মত নির্বিশেষে প্রত্যেকের সহযোগিতা ও অংশগ্রহণে কেন্দুয়ার  সার্বিক উন্নয়নের গতি আরো এগিয়ে যাবে । এছাড়াও পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে জন সাধারণ ও নেতাকর্মীদের সাথে দেখা করবেন বলে জানান, নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় কালে নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা । যা ইতোমধ্যে সোস্যাল মিডিয়া ও সর্ব সাধারণের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ।

গত শনিবার (৮ জুন) সন্ধ্যার পর পরাজিত প্রার্থীদের একে একে নূরে আলম মোঃ জাহাঙ্গীর চৌধুরী (কাপ-পিরিচ), মোঃ হুমায়ুন কবির চৌধুরী (দোয়াত-কলম) ও মোহাম্মদ মিজানুর রহমান (আনারস) এর সাথে তাঁদের নিজ বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎকালে মিষ্টিমুখ করিয়ে ফুলের মালা পড়িয়ে দেয়ার পাশাপাশি সহমর্মিতা প্রকাশ করেন এবং সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা । এরপর পরাজিত চেয়ারম্যান প্রার্থীরাও নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞাকে মিষ্টিমুখ করিয়ে ফুলের মালা পড়িয়ে আশীর্বাদ করেন । সেই সাথে কেন্দুয়া উপজেলাকে আধুনিক, স্মার্ট ও উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন ।
উল্লেখ্য গত ৫ জুন চতুর্থ ধাপে অনুষ্ঠিত নির্বাচনে সাবেক ছাত্রলীগ নেতা ও পর পর দু’বারের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা ঘোড়া প্রতীকে ৩৭,০৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হোন । এ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন মোট ৫ জন ।