ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ ঘোষণা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০ জসিম উদ্দিন রনি: করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে আগামীকাল থেকে ৩১ মার্চ সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রতিদিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রবাহী সকল বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা মোটর মালিক সমিতি। পাশাপাশি, ময়মনসিংহ নগরীতে আগামীকাল থেকে ৩১ মার্চ পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ওষুধ ও পচনশীল দ্রব্যের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রী। আজ শনিবার সন্ধ্যায় চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্টী কার্যালয়ে করোনা প্রতিরোধে করণীয় ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ন্যায্যমূল্য নিশ্চিতকরাসহ ব্যবসায়ীদের ভূমিকা প্রসঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ময়মনসিংহ চেম্বারের সভাপতি আমিনুল হক শামীমের সভাপতিত্বে মতবিনিময় সভায় নগরীর বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির মহাসচিব আমিনুল হক শামীম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২২ মার্চ থেকে ৩১ মার্চ সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত ঢাকা থেকে ময়মনসিংহগামী এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকবে। SHARES জেলা/উপজেলা বিষয়: