কুষ্টিয়া মিরপুরে চাঁদার টাকা না পেয়ে বাড়িঘর ভাংচুর করে এলাকাছাড়া করার হুমকি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪ আসাদুল ইসলাম।। কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দাবিকৃত চাদার টাকা দিতে না পারায় বাড়িঘর ভেঙে তুলে দেওয়ায় হুমকির অভিযোগ পাওয়া গেছে।এঘটনায় ভুক্তভোগী ও তার পরিবার আতংকে বসবাস করায় গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় নিজেদের নিরাপত্তা চেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। ভুক্তভোগী উপজেলার চৌদুয়ার গ্রামের করম আলীর ছেলে কেসমত আলী (৪২) জানান-গত ১০ অক্টোবর তারিখে রাত আনুমানিক ৮ ঘটিকার সময় নিমতলা বাজার হতে নওদাপাড়া ছোট ব্রিজ এলাকায় যাচ্ছিলাম। এ সময় নওদাপাড়া বালিকা বিদ্যালয়ের সামনে অজ্ঞাত এক মহিলা দাঁড়িয়ে ছিল। আমি নওদাপাড়া বালিকা বিদ্যালয় পার হতে গেলেই আসলাম নামে একজন এসে আমাকে দাঁড়াতে বলে। তখন ওই মেয়েকে ও আমাকে এক জায়গায় করে। সে সময় রিপন গাজী, বিবাদী রিঙ্কু গাজী বিবাদী সালামকে ডাক দেয়। তারা এসে তখন তারা আমাকে বলতে থাকে তুই এই মেয়েকে দিয়ে ব্যবসা করাস। তোর সঙ্গে এই মেয়ের খারাপ সম্পর্ক রয়েছে। এই মেয়েকে দিয়ে তুই এলাকার পরিবেশ নষ্ট করিস। এ কথাগুলো বলে তারা আমাকে মারধর শুরু করে। এ সময় তারা উক্ত ঘটনা ঢাকার জন্য আমার নিকট নগদ ৩০ হাজার টাকা দাবি করে। আমি তখন মার বাঁচাতে তাদের দাবি করা ৩০ হাজার টাকা দিব স্বীকার করি। তখন তারা আমাকে ছেড়ে দেয়। পরবর্তীতে গতকাল বিকেল আনুমানিক ৫ ঘটিকার সময় তারা আমার নিজ বাড়িতে গিয়ে উক্ত ৩০ হাজার টাকা চাই এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরবর্তীতে তারা আমার বাড়িতে আমাকে বলে আসে যদি রবিবার পর্যন্ত উক্ত ৩০ হাজার টাকা প্রদান না করি তাহলে আমার বাড়িঘর ভেঙে এলাকা থেকে তুলে দেবে। উক্ত ঘটনায় আমি ও আমার পরিবার আতঙ্কে মাধ্যমে বসবাস করছি। উক্ত ঘটনাটি আমার পরিবারের লোকজন অবগত রয়েছে। পরবর্তীতে নিকট আত্মীয়-স্বজন ও স্থানীয়, গন্যমান্য ব্যক্তি বর্গের সহিত আলাপ-আলোচনা করিয়া তাদের পরামর্শ অনুযায়ী আমি নিজে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)আব্দুল আজিজ জানান-এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। SHARES সারা বাংলা বিষয়: