চাটখিলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর মালামাল সহ নগদ টাকা লুট- আহত,৪

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫
মোঃ হানিফ। ।  চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে ভাই ভাই সিএনজি ওয়ার্কশপ ও দোকানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর , নগদ টাকা সহ ৭০হাজার টাকার  মালামাল লুটপাট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে  গত বুধবার দুপুরে। এসময়ে সন্ত্রাসীদের হামলায় দোকান মালিক সহ ৪জন আহত হয়েছে। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করে। এই ব্যাপারে বুধবার রাতে দোকান মালিক মো: হাশেম বাদী হয়ে ৪জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন। থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, বুধবার সকালে ফাওড়া নতুন বাড়ির আবু কালামের ছেলে মো: স্বপন (৪৫) হাশেমের দোকান থেকে সিএনজি’র কিছু মালামাল চুরি করে নিয়ে যায়। দুপুরে স্বপন আবার হাশেমের দোকানে আসলে হাশেম চুরি হওয়া মালামাল ফেরত চায়। এই নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি এক পযার্য়ে স্বপন তার সহযোগী মো: একরাম (৩০) বাচ্চু পাঠান (৫০) ও মো: কালা (৩৫) কে ডেকে এনে হাশেমের উপর হামলা করে তার শিশু বাচ্চা রাহিম (৪) কে  মারধর করে। এসময়ে বাজারে উপস্থিত মো: সেলিম (৩০) ও জাহাঙ্গীর আলম (২৫) এগিয়ে আসলে  তাদের কেও মারধর করে আহত করে। হামলাকারীরা এসময়  ৫০হাজার টাকার যন্ত্রপাটি ও তার ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ২০হাজার টাকা নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। চাটখিল থানার ডিউটি অফিসার অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, এই ব্যাপারে  এসআই মোস্তাফিজ রহমান  কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।