বিসিকে তৈরি হচ্ছে অবৈধ পলিথিন, গুনতে হলো জরিমানা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫
নোয়াখালীর বেগমগঞ্জের বিসিক শিল্পনগরীতে অবৈধ পলিথিন উৎপাদন ও বিক্রি করার দায়ে তানিশা প্যাকেজিং কারখানার মালিক মিলন হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানা থেকে ১৬৮ কেজি অবৈধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়।সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বেগমগঞ্জ উপজেলা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, দীর্ঘদিন ধরে তানিশা প্যাকেজিং কারখানাটি বেগমগঞ্জ উপজেলার বিসিক শিল্পনগরীতে থেকে অবৈধ পলিথিন উৎপাদন ও বিক্রি করে আসছিল। খবর পেয়ে সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম। ভ্রাম্যমাণ আদালত কারখানাটির মালিক মিলন হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং ১৬৮ কেজি অবৈধ পলিথিন ও কাঁচামাল জব্দ করেন। জব্দ করা পলিথিন পরিবেশ অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়া হয়।