ভাতিজার বাসর ঘর ভাঙায় জেঠাকে জুতাপেটা এবং জরিমানা। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর গ্রামে বিয়ে অনুষ্ঠানকে ঘিরে চলছিল সাউন্ডবক্সে উচ্চ শব্দে গান বাজানো। নিষেধ করার পরও ওই গান বাজানোর রাগে ভাতিজার বাসর ঘর ভাঙ্গে জেঠা ও তার অনুসারীরা। ওই সময় বাধা দিতে গেলে বরের নানীকেও মারপিট করা হয়। ওই ঘটনায় গ্রাম্যবিচারে জেঠাকে জুতাপেটা ছাড়াও করা হয়েছে জরিমানা। শনিবার রাতে ওই গ্রামে আয়োজন করা হয় ওই বিচারের। এরআগে শুক্রবার রাতে ওই বাসর ঘর ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটে। তথ্যমতে, শুক্রবার সকালে জয়ন্তীপুর গ্রামের মিন্টু আলী শাহ্র’র ছেলে আরাফাত শাহ্ (২১) এর বিয়ে হয় পাশের লালপুর উপজেলার ওয়ালিয়া ছোটময়না গ্রামের আব্দুল মজিদের মেয়ের সাথে। বিয়ের আগের দিন থেকে ওই উৎসব উপলক্ষে তরুণ স্বজনরা সাউন্ডবক্সে গান বাজানোর পাশাপাশি নাচানাচি ও হৈ হুল্লোর করছিল। নববধুসহ বরযাত্রী বাড়ি ফেরার পর তরুণ স্বজনরা আবারও সাউন্ডবক্সে উচ্চ শব্দে গান বাজাতে থাকলে বরের জেঠা আব্দুল আওয়াল শাহ্ বরের বাবাসহ সকলকে ওই উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করে।ওই সময় সাউন্ড কম দিয়ে গান বাজাতে থাকে তরুণরা৷ এরই ধারাবাহিকতায় রাত সাড়ে ১০ টার দিকে ওই বাড়িতে রাগান্বিত হয়ে আসেন বরের জেঠা আওয়াল শাহ্, তার ছেলে ও অনুসারীরা। তারা ওই বাড়িতে এসেই বরকে মারপিট করে।এরপর বরকে বাসর ঘর থেকে বের করে দিয়ে ভাঙচুর চালায়। ওই সময় বাধা দিতে এলে বরের নানী রেজিয়াসহ কয়েকজনকে মারপিট করে তারা। ইউপি মেম্বর জাহাঙ্গীর আলম জানান,ওই মিমাংসায় সাবেক ইউপি মেম্বর জলিল,গ্রাম প্রধান রব হাজীসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। শালিসী রায়ে আওয়ালকে ৫ টি জুতার বাড়ি ও ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। বরের বাবা মিন্টু আলী শাহ্র’বিষয়টি নিশ্চিত করে জানান,ওই টাকার মধ্যে বাসর ঘরের ক্ষতি ও বরের নানীর চিকিৎসা বাবদ ১০ হাজার টাকা তারা রেখে ২৫ হাজার টাকা জয়ন্তীপুর মাদ্রাসায় দেয়ার ঘোষণা দিয়েছেন। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: