আল্লাহ ও নবীকে (সা.) নিয়ে কটূক্তিকারীর গ্রেপ্তার দাবিতে ডোমারে মানববন্ধন। 

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
আল্লাহ ও রাসুল(সাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে রাখাল রাহা ও সোহেল হাসান গালিবের দৃষ্টান্তমূলক শাস্তি ও র্যাব কর্মকর্তা ধর্ষক আলেপের মৃত্যুদন্ডের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) সকালে ডোমার উপজেলার সর্বস্তরের মুসলমানের ব্যানারের  আয়োজনে বাটার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকরে রেলগেট মোড়ে মানববন্ধন করেন।এসময় মাওলানা আব্দুল হামিদ হোসাইনীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আবু সাঈদ, মাওলানা আব্দুল খালেক, মাওলানা কামরুল ইসলাম আরেফি, ছাত্রনেতা রিফাত, আলিফ, সোহেল রানা প্রমূখ। বক্তব্য’তে ধর্ষক ও কটুক্তিকারীদের শাস্তি অতি দ্রুত বাস্তবায়নের দাবী জানানো হয়- নয়তো আগামীদিনে কঠোর কর্মসূচীর ডাকের ঘোষণা দেন।