টিসিবি কার্ড বন্টন নিয়ে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ৪নং বানেশ্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাপিনাদা গ্রামের ইউপি সদস্য রফিকুল ইসলামকে ২৩/২/২৫ইং রোজ রবিবার বিড়ালদহ মাজার সংলগ্ন ঢাকা-রাজশাহী হাইওয়ে রাস্তার উপরে সন্ত্রাসী বাহিনী চাইনিজ কুড়াল, রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রফিকুল ইসলামের মাথাসহ সর্ব শরীরে চাইনিজ কোরাল এবং রামদা দিয়ে আঘাত করেছে দূর্বৃত্তরা। বর্তমানে ইউপি সদস্য রফিকুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আই.সি.ইউতে ভর্তি রয়েছেন। জানা যায়, তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ইউপি সদস্য রফিকুল ইসলামের ছোট ভাই নুরুন্নবী বলেন, আমার ভাইয়ের পূর্বের কোন শত্রুতা ছিল না। রাজনৈতিকভাবে কারো সঙ্গে কোনদিন দ্বন্দ্ব ছিল না। সামান্য টিসিবির কার্ডকে কেন্দ্র করে সন্ত্রাসী মিঠুন বাহিনী আমার ভাইকে এলোপাতাড়িভাবে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়েছে। তিনি বলেন, জড়িত ব্যাক্তিরা হচ্ছে, ১/ মিঠুন আলী, পিতা মৃত দাউদ খান, ২/ আলামিন, পিতা আবুল হোসেন, ৩/ সীমান্ত, পিতা মজিবুর রহমান, ৪/আহসান হাবিব, পিতা ইয়াসিন আলী, আরো অনেকেই একসঙ্গে কুপিয়েছে।বিড়ালদহ গ্রামের এলাকাবাসীর ভাষ্যমতে, টিসিবি এবং বিধবা ভাতার কার্ড নিয়ে দুই গ্রুপের এ সংঘর্ষে বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান জুম্মা হাজির গ্রুপ এবং বিএনপির সাংসদ সদস্য নমিনেশন প্রার্থী শিমুল গ্রুপের মধ্যে ঘটে। পুঠিয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলাল বলেন, যারা সন্ত্রাসী কার্যকলাপ করবে এবং নিজের স্বার্থ হাসিলের জন্য অন্যায় অবিচার করবে, চাঁদাবাজ, জমিদখল করবে এবং সাধারণ জনগণের ওপর অন্যায় অবিচার করবে, তারা কেউ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেউ নয়। জনাব তারেক রহমান তাদেরকে প্রতিরোধ করতে বলেছেন। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) কবির হোসেন বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয় নাই। আমরা অভিযোগ পেলেই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: