বাউফল থানার অভিমুখে শিক্ষার্থীদের ‘লালকার্ড’ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ পটুয়াখালীর বাউফলে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণসহ সারাদেশে ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, খুন, রাহাজানির প্রতিবাদে এবং বাউফল থানার প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে শিক্ষার্থীরা লালকার্ড প্রদর্শন করেছে। একই সঙ্গে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেছে। শনিবার সকাল ১১টায় বাউফল সরকারি কলেজ থেকে শুরু হওয়া মিছিল উপজেলা পরিষদ হয়ে থানার সামনে গিয়ে শেষ হয়। এই কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বাউফলের চন্দ্রদ্বীপে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা দেশের সামগ্রিক নারী নির্যাতনের ক্রমবর্ধমান চিত্রকে তুলে ধরেছে। শিক্ষার্থীরা খুন, চাঁদাবাজি, দখলদারি, রাহাজানি, চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ বৃদ্ধির বিষয়েও প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পূর্বের আন্দোলনগুলোর প্রতি প্রশাসনের উদাসীনতা ও কার্যকর পদক্ষেপের অভাব তাদের ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে। একই সঙ্গে তারা অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন। SHARES আন্দোলন বিষয়: