খুলনা নগরিতে ডাকাত দলের লিডারসহ আটক ৪ জন | দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ Md.Ruhul Amin Niloy।। খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীতে চুরি, ডাকাতি, ছিনতাই রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দিবাগত রাতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা মডেল থানাধীন ৮৮ কেডিএ আউটার বাইপাস রোড থেকে আন্তঃজেলা ডাকাত ১) আরমান খলিফা (২১), পিতা-মৃত: আবু বক্কার সিদ্দিক, সাং-বসুপাড়া, থানা-সোনাডাঙ্গা মডেল, ২) সাদ্দাম মল্লিক (৩৫), পিতা-মোঃ হেমায়েত হোসেন মোল্লা, সাং-গোবরচাকা মল্লিকবাড়ি, থানা-সোনাডাঙ্গা মডেল, ৩) মানিক মিয়া (৪৩), পিতা-মৃত: নুরুল আলম, সাং-আইডিয়াল কলেজ রোড, এ/পি সাং-ছায়রা স্মরণী, থানা-সোনাডাঙ্গা মডেল এবং ৪) ইদ্রিস জোমাদ্দার (৩৭), পিতা-মৃত: হাবিব জোমাদ্দার, সাং-গোবরচাকা, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনাদের’কে আটক করেছে। তাদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি চাইনিজ কুড়াল, ২ টি চাকু এবং ২ টি গামছা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য যে, থানার রেকর্ডপত্র এবং সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায় যে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি এবং দস্যুতার ঘটনায় ১২ টি মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন সোনাডাঙ্গা মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা | SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: