ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫

মোঃ রিপন শেখ।।
ভাঙ্গায়  চাইনিজ কুড়ালের মালিকানা নিয়ে ঝগড়ার জেরে ১৫ জন আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা চুমুরদী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পূর্ব সদরদী আওরা মাঠ গ্রামে ।
এলাকাবাসীর সূত্রে জানা যায়,মামাতো ও ফুফাতো ভাই  সুমন ও রাব্বি এর সাথে চাইনিজ কুড়ালে মালিকানা  নিয়ে কথা কাটাকাটি হয়। এর পর সালিশের মাধ্যমে সেই রাতে বিষয়টি এলাকা লোকজনে মিলে মীমাংসা করে দেয়।এর পর সুমন মাতুব্বার রাব্বির বাড়িতে গিয়ে রাতে হুমকি দেয়।এবং পূর্ব শত্রুতা জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারী পুরুষ সহ ১৫ জন আহত হয়েছে এবিষয়  অভিযোগ পাওয়া গেছে।
আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবং ৬জন গুরুতর জখম হওয়া আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য   ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়েছে।
এলাকায় গিয়ে জানা যায়,৩ মার্চ দিবাগত রাত সাড়ে ১০টায় দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে আহতরা হলেন, শফিক মাতুব্বর(৫০), সরো আলী মাতুব্বর (৬২), আইয়ুব মাতুব্বার (৫৫), মাসুদ মাতুব্বর(৪২), রাব্বি মাতুব্বর (২৪), জিহাদ মাতব্বর (১৮), নাগিস বেগম(৩০), মরিয়ম বেগম(৩০), সিদ্দিক  শেখ (৫৫),  সোহেল (২৪), শুকুরআলী (৩৫)নামক আহত হয়েছে।
এবিষয়ে ভাংগা থানার তদন্ত ওসি ইন্দ্রজিৎ মল্লিক জানান, এবিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।