স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫
গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি।।
২০২২ সালে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) নাজিরপুর ইউনিয়নের মাহমুদপুর উত্তরপাড়া এলাকায় ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত ফিরোজ আহম্মেদ ও তার সহযোগীরা ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছেন। এমনকি পরিবারটির সদস্যদের ওপর হামলা ও মারধরের ঘটনাও ঘটেছে। ফলে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
এলাকাবাসী ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত ফিরোজ আহম্মেদের বিচার নিশ্চিত করা, তার অপতৎপরতা বন্ধ করা এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী পরিবার দ্রুত ন্যায়বিচার পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।