কিশোরগঞ্জে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলায় আহত-৩ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৫ মোঃ আলমগীর হোসেইন।। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রামে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন স্কুল শিক্ষকসহ এক প্রাক্তন ছাত্রের উপর হামলায় আহত ৩। ঘটনাটি ঘটেছে (৯ মার্চ ২০২৫) রবিবার বিকালে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গাড়াগ্রাম বাজারে। অভিযোগ সূত্রে জানাগেছে গাড়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম বিদ্যালয়ের মিটিং শেষে কাঁচা বাজার করার জন্য বাজারে যান। বাজারে উক্ত এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে গোলাম কিবরিয়া (৫৫) এর সাথে দেখা হলে তিনি সালাম দেন। জাহাঙ্গীর আলম সালাম দেওয়ার সাথে সাথে গোলাম কিবরিয়া নেড়বেরা (৫৫)অকথ্য ভাষায় গালিগালাজ করেন শিক্ষক কে। এবং সন্ত্রাসীদের পুর্বপরিকল্পনা অনুযায়ী ওৎ পেতে থাকা গোলাম কিবরিয়ার ছেলে মাহাত্থান (৩২) মৃত আছিম উদ্দিনের ছেলে আব্দুর সাত্তার (৫৫) মৃত তৈয়ব উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (৪৫) লাটি-সোটা লোহার রড, ছুরি সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই শিক্ষকের উপর অতর্কিতভাবে হামলা চালায় এবং পকেটে রক্ষিত দুইলক্ষ টাকা ও বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছোটন মিয়া তার শিক্ষককে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করতে গেলে তাকেও ছোড়া দিয়ে মাথায় আঘাত করে। আহত অবস্থায় দুজনে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাদেরকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান এবং অপরজন ওয়াজেদ আলীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপরদিকে ১০ ই মার্চ বিকালে গাড়াগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ও প্রাক্তন শিক্ষার্থী ছোটন মিয়ার অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য পরামর্শ প্রদান করে। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় ৯ মার্চ ২০২৫ইং তারিখে একটি মামলা দায়ের হয়েছে মামলা নং-১৪। কিশোরগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল কুদ্দুস বলেন এ ব্যাপারে মামলা হয়েছে এবং ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: