বরগুনাতে আছিয়া ধর্ষণ এর প্রতিবাদে ছাত্র আন্দোলন এর বিক্ষোভ মিছিল

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫

মোঃ মাহাদী হাসান।।

আজ ১১ মার্চ ২০২৫ রোজ মঙ্গলবার বিকাল ৫.০০ ঘটিকায়,বরগুনা প্রেসক্লাব এর সামনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্র আন্দোলন এর জেলা সহ-সভাপতি এম মাহাদী হাসান আল-হাদী। সভাপতি তার বক্তব্য বলেন জুলাই আগষ্ট ছাত্র জনতার রক্ত ও জীবনের উপর দাড়িয়ে যারা চাদাবাজি, লুট তারাজ, ধর্ষণ করবে এটা মেনে নেওয়া হবেনা।অতিবিলম্বে আছিয়াকে যারা ধর্ষন করেছে তাদের জনসম্মুখে শাস্তি দিতে হবে। আর যারা চাদা বাজি করে তাদের যথাযত ব্যাবস্থা নিয়ে আইনি বিচার করতে হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মিজানুর রহমান কাশেমী, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সুরা সদস্য মুতাসিম বিল্লাহ আল-মামুন, ছাত্র যুব সম্পাদক আবুছলে জিহাদি, সদর উপজেলা ইসলামী আন্দোলন সভাপতি মাওলানা ইদ্রিসুর রহমান,যুব আন্দোলন সভাপতি রেজাউল করিম আকন, ছাত্র আন্দোলন এর সাবেক সভাপতি ইমরান হোসেন মনির,ছাত্র আন্দোলন এর জেলা সাংগঠনিক ও প্রশিক্ষন সম্পাদক সহ জেলা উপজেলা পৌর নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি, আবুল কাশেম আহমেদ। এর পরে দোয়া ও মোনাজাত এর মাধ্যমে প্রোগ্রাম শেষ হয়।