ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রনি রহমানের নামে ফেসবুকের মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন তথ্য প্রচার করেন চরহোসেনপুর গ্রামের মোজাম্মেল হক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫

রবিন।।

ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, রনি রহমানের ঈশ্বরগঞ্জ জাতীয়তাবাদী ছাত্রদল এর এক হাস্যোজ্জ্বল ও বিপ্লবী ছাত্রনেতা।।যিনি বিগত ১৭ বছর ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলন এ অমিরুল ইসলাম ভুঁইয়া মণি  (ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব) ও লুৎফুল্লাহেল মাজেদ বাবু (ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি)নেতৃত্বে প্রতেকটা মিছিল মিটিং এ প্রত্যক্ষ ভাবে অংশগ্রহণ করেছেন যার কারণে বিগত স্বৈরাচারি ফ্যাসিষ্ট সরকার এর সহযোগীরা তার বিরূদ্ধে অসংখ্য মামলা ও জেল,জুলুম নির্যাতন করেছে। স্বৈরাচার এর অকথ্য নির্যাতনের পরেও রনি রহমান ,, লুৎফুল্লাহেল মাজেদ বাবু ও আমিরুল ইসলাম ভুঁইয়া মণি’র প্রতি ভালোবাসা ও অগাধ বিশ্বাস নিয়ে স্বচ্ছ রাজিনিতি করে গেছেন, রনি রহমান রাজনীতির বাইরেও পরোপকারী হিসাবে উনার এলাকায় সু পরিচিত। আর উনার রাজনীতিক মেধা প্রজ্ঞার কারণে বিগত ছাত্রদলের ঈশ্বরগঞ্জ উপজেলা কমিটি তে যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়। রনি রহমান  এর সমাজিক গ্রহণ যোগ্যতা ও ঈশ্বরগঞ্জ ছাত্র রাজনীতিতে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে  সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায়  অপপ্রচার চালাচ্ছে   ড্রাগ অ্যাডিক্টেড ও ফাসিস্ট আওয়ামী সাথে লেজুড় বিত্তিক রাজনীতিতে সম্পৃক্ত  চরহোসেনপুর গ্রামের মুজাম্মেল হক.। দুর্দিনের ঈশ্বরগঞ্জ ছাত্রদলের নির্ভিক সৈনিক লুৎফুল্লাহেল মাজেদ বাবু  ও আমীরুল ইসলাম ভুঁইয়া মণি’র   বিশ্বস্ত সৈনিক ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রনি রহমান এর বিরূদ্ধে অপপ্রচার  তীব্র নিদ্ধা ও ক্ষোভ জানায় সর্বস্তরের ছাত্র জনতা। সেই সাথে উপজেলা ছাত্র দল এর পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।  চালানো  ড্রাগ অ্যাডিক্টেড  ওই চরহোসেনপুর গ্রামের মোজাম্মেল হক কে অনতিবিলম্বে গ্রেফতার এর দাবী জানায় ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদল।ঈশ্বরগঞ্জ থানায়  যুগ্ম সাধারণ সম্পাদক, রনি রহমান। চরহোসেনপুর গ্রামের মোজাম্মেলের নামে থানায় অভিযোগ করা হলে ওসি তার বাবার মাধ্যমে বিষয়টা সমাধান করবেন বলে জানিয়েছেন।