৩৬ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫ আতিকুর রহমান।। শরীয়তপুর জেলা সখিপুর থানা চর কুমারিয়া ইউনিয়ন চর চান্দা উকিল কান্দি থেকে ৩৬ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সখিপুর থানা পুলিশ এস আই মেজবা উদ্দীন। আরিফ বেপারী (২৭), পিতা মোজাম্মেল বেপারী, চরকুমারীয়া ইউনিয়ন এর বাসিন্দা। (১৩) ই মার্চ রাত ১০:০০ ঘটিকার সময় চর চান্দা উকিল কান্দি থেকে ইয়াবা সহ তাকে আটক করে সখিপুর থানা পুলিশ। আরিফ বেপারী যুব সমাজ কে ধংশ করার জন্য সর্বনাশা ইয়াবা ব্যবসা করে আসছে। সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক বলেন, সে অনেক দিন যাবত ইয়াবার ব্যবসার করে আসছে, গোপন সূত্রে জানতে পারি সে ইয়াবা নিয়ে আসছে তাৎক্ষণিক সখিপুর থানার এস আই মেজবাহ উদ্দিন এবং পুলিশ ফোর্সকে পাঠাই। তার সাথে ৩৬ পিছ ইয়াবা সহ আটক করতে সক্ষম হই। এবং সখিপুর থানায় নিয়ে আসি এবং একটি মাদক মামলা দিয়ে চালান দেই। সখিপুর থানা কে মাদকমুক্ত করার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: