ভুয়া বিজিবি পরিচয়ে বিয়ে করতে এসে ধরা পরলেন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫ মোঃ জোবায়ের হোসেন।। নওগাঁ জেলাধীন মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামের মোহাম্মদ আব্দুল কাদের নামে এক যুবক বিজিবি পরিচয় ধারণ করে অনেক মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। তারিই ধারাবাহিকতায় ১৪/০৩/২০২৫ রোজ মঙ্গলবার তিন ঘটিকার দিকে গগনপুর গ্রামের এক মেয়েকে বিয়ে করার জন্য নজিপুরে আসে। ঘটকের মাধ্যমে যোগাযোগ হলেও মেয়েরা তদারকি করে দেখে আসলে সে বিজিবি পদে চাকুরি করে না। তার পরিবারে স্ত্রী সন্তান আছে। সে যার আইডি কার্ড ধারণ করতেছে তার বাড়িও মান্দা উপজেলায় তার কাছে জানা যায় এরকম অনেকের কাছ থেকে সে বিভিন্ন পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। ভুয়া বিজেপি পরিচয় দিচ্ছে কিন্তু প্রকৃত বিজেপি নয়। সন্দেহজনক ভাবে বিষয়টা জানাজানি করে ওকে আটকানোর ব্যবস্থা করে পরবর্তীতে জিজ্ঞাসাবাদে করে জানা যায় তার ছবি বসিয়ে এবং তার ন্যাশনাল আইডি কার্ডের তার ছবি বসিয়ে ডুবলিকেট আইডি কার্ড দিয়ে মানুষের কাছে পরিচয় দেয়। পরবর্তীতে এলাকার স্থানীয় জনগণ তাকে ধরে পুলিশের হাতে সপর্দ করে। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: