‎শাহজাদপুর থানা পুলিশের অভিযানে সন্ত্রাসী আয়নাল মাস্টার গ্রেফতার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫

‎মোঃ আরিপুল ইসলাম।।
‎সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার গাড়াদাহ ইউনিয়ন এর আতঙ্ক শীর্ষ সন্ত্রাসী আয়নাল মাস্টারকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। বৃহস্পতিবার ১৩ই মার্চ বেলা ২: ঘটিকায় উপজেলার গাড়াদাহ ইউনিয়নের গাড়াদাহ চরপাড়া গ্রাম থেকে। আয়নাল মাস্টার গাড়াদাহ চরপাড়া গ্রামের মো: আশান আলী প্রামানিকের ছেলে এবং গাড়াদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর বরখাস্তকৃত সহকারী শিক্ষক। জানা যায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় দুর্দান্ত প্রভাবশালী আয়নাল মাস্টার এলাকার আতঙ্ক হিসেবে পরিচিত ছিলো। বছর কয়েক পূর্বে গাড়াদাহ বকুলতলা এলাকায় শাহজাদপুর ট্রাভেলস এর কাউন্টারের সামনে মদ্দদব্যস্থায় অবৈধ পিস্তল দ্বারা গুলি বর্ষণ করেছিলেন। অভিযোগ রয়েছে ঐই এলাকার বেশ কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা আয়নাল মাস্টারের মতো সন্ত্রাসীদের অর্থনৈতিক ও বিভিন্ন উপলব্ধি দিয়ে  হাতে রাখেন। এই আয়নাল মাস্টারের অপকর্মের শেষ নেই। তিনি ইয়াবা , ফেনসিডিল , ও গাঁজায় আসক্ত থাকতেন । তার হাতে গাড়াদাহ ইউনিয়নের বহু মানুষ নির্যাতিত হয়েছে। তাকে চাঁদা না দিলে কেউ শান্তিতে থাকতে পারতো না। বিরোধীদল দমনের সময় আয়নাল মাস্টারের বাহিনী বেশ সংক্রীয় ছিল। বিএনপি জামায়াতের বাড়িতে হামলা লুটপাট ও নারীদের শৃলতারহানী ছিলো তার নৃত্য নৈতিকতার ঘটনায়।গাড়াদাহ সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের সহকারী শিক্ষক হলেও তাকে দেখে কখনো শিক্ষিত মানুষ মনে হতো না । স্কুলে প্রভাব বিস্তারের জন্য প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকের সাথে নিয়মিত দুর্ব্যবহার করতেন এবং  সবাই কে নিয়ন্ত্রণ করতেন। শিক্ষিকাদের সাথে ও বিভিন্ন ভাবে শৃলতারহানীর ঘটনা ঘটাতেন। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সাময়িক বরখাস্ত করে রাখা হয়েছিলো তাকে। আয়নাল মাস্টারের নির্যাতন শুধু বিরোধী দলের ওপরে সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয় ,  নিজ দলের কোনো নেতা কর্মী তার অনৈতিকতার প্রতিবাদ করলে তাদের ওপর ও চালাতো নির্যাতন ও নিপীড়ন। এ বিষয়ে শাহজাদপুর থানা সূএে জানায় গত ১৩/০৩/২০২৫ ইং বৃহস্পতিবার দুপুরে উপ- পরিদর্শক কাঞ্চন কুমারের নেতৃত্বে এ এস আই জাহিদ হাসান ও এ এস আই মাসুদ সহ  পুলিশের একটি দল গাড়াদাহ ইউনিয়নে তার বাড়ির পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সূত্রটি আরো জানায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ডা. এম এ মুহিতের বাড়ি ভাঙ্গচুর অগ্নি সংযোগের মামলায় তাকে গ্রেফতার করা হয়। একই দিন তাকে শাহজাদপুর আমলী আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়। খোঁজ নিয়ে জানা যায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এদিকে ৭ ই আগষ্ট ২০২৪ ইং  তারিখ সরকার পতনের পর গাঁড়াদাহ বাস স্ট্যান্ড নামক স্থানে ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক মো: জালাল শাহ পিতা : নিহাল শাহ এর পুiঅভিযোগে জানিয়েছেন সন্ধায় দুইটা পিস্তল দিয়ে ভয়-ভীতি প্রদর্শন করেছেন। অপরদিকে গাঁড়াদাহ এলাকাবাসী গ্রেফতারের খবর জেনে সংবাদ সম্মেলন ও মিষ্টি বিতরণ করেছেন। সংবাদ সম্মেলনে আরো জানিয়েছেন আয়নাল মাস্টারের কাছে অবৈধ অস্ত্র পাওয়া যাবে।