আনোয়ারা উপজেলায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫ আনোয়ারা প্রতিনিধি।। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছুরিকাঘাতে মো. মানিক (৩২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের মোহাম্মদ ছৈয়দের ছেলে। গতকাল সোমবার রাতে পরৈকোড়া ইউনিয়ন পূর্ব কৈন্যারা গ্রানিহতের ভাই মো. বাবুল বলেন, তার ভাই মানিক স্থানীয় মো. রাসেল (৩০) নামের এক ব্যক্তির কাছে এক লাখ টাকা পাওনা রয়েছেন। পাওনা টাকা আদায় নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। ঘটনার একপর্যায়ে মানিককে ছুরিকাঘাত করেন রাসেল। আহত অবস্থায় মানিককে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত আনুমানিক রাত দুইটার দিকে মানিকের মৃত্যু হয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো. মনির হোসেন বলেন, “পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে মানিক নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে বলে শুনেছি। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে।”মের ভেন্ডারঘাটা এলাকায় এই নির্মম ঘটনাটি ঘটে। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: