আওয়ামী হিন্দু নেতার ছেলের বিরুদ্ধে মুসলিম স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫ মো মুরশিদ।। বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় নাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের এক মুসলিম ছাত্রিকে অপহরণ করে রাতভর আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। অভিযুক্তরা হলেন আওয়ামী লীগের নেতা (হিন্দু) সুব্রতলাল কুন্ডুর ছেলে সান্ত কুন্ডু ও তার বন্ধু সোভন । ঘটনার পর ভুক্তভোগী মেয়ের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় জনগণের মধ্যে বিরাজ করছে তীব্র ক্ষোভ ও হতাশা। তারা দাবি করেছেন, এই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। গতকাল রাতে মেয়েটি প্রয়োজনে ঘরের বাইরে বের হলে সান্ত কুন্ড তার বন্ধু [ওত পেতে থাকা] মেয়েটির মুখ চেপে ধরে অচেতন করে ফেলে, এবং গাড়িতে করে এক অজানা স্থানে নিয়ে যান। বানারীপাড়া জনগণ জানান, প্রয়োজনে তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ঘটনার বিচার দাবি করবেন। তাদের আশা, সরকার এবং স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে এই নির্যাতনের বিচার করবে এবং ভবিষ্যতে যেন এমন কোনো ঘটনা না ঘটে, সেজন্য ব্যবস্থা গ্রহণ করবে। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: