মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম গ্রেফতার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫ মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ এপ্রিল) ভোরে মেহেরপুর শহরের নিজ বাসভবন থেকে সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। আব্দুস সালাম মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা মামলার আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। থানায় জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: