পরীক্ষার হলে স্মার্ট ফোন,নিষেধাজ্ঞা অমান্য করায় বহিষ্কার এক দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫ মোঃ নুরুন্নবী মিয়া।। গাইবান্ধার সুন্দরগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বহনের নিষেধাজ্ঞা অমান্য করায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। কেন্দ্র সূত্রে জানা যায়, মীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এক পরীক্ষার্থী পরীক্ষা চলাকালে স্মার্টফোনসহ ধরা পড়ে। পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম লঙ্ঘনের দায়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।ঘটনাটি পর্যবেক্ষণ করে দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃক গঠিত শিক্ষক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত স্পেশাল পরিদর্শন টিম-৭ এর প্রধান ও গাইবান্ধা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. রুহুল আমীন বহিষ্কারের নির্দেশ দেন।কেন্দ্র সচিব ও আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও এক পরীক্ষার্থী স্মার্টফোন নিয়ে কক্ষে প্রবেশ করে। এ ধরনের কাজ শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে আমরা কঠোর অবস্থানে আছি। নিয়ম ভাঙলে কাউকে ছাড় দেওয়া হবে না। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: