কেন্দুয়ায় এক( ১) যুবকের আত্মহত্যা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫ কোহিনূর আলম।। নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিষ পানে আত্মহত্যা করেছেন মৃত শাজাহান মিয়ার ছেলে শুভ মিয়া (২০) নামের এক যুবক । বুধবার (১৬ এপ্রিল) সকালে জমিতে ছিটানো বিষ পানে গুরুতর অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । এমন মৃত্যুর ঘটনায় হাসপাতালে ও উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাতারিয়া গ্রামে ছুটে যান সহকারী পুলিশ সুপার / কেন্দুয়া সার্কেল গোলাম মোস্তফা, কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) ওমর কাইয়ুমসহ পুলিশের একটি টিম । হাসপাতালে থাকা মৃত শুভর চাচার সাথে কথা হলে বিষ পানের সঠিক কারণ বলতে না পারলেও তিনি পারিবারিকভাবে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত সমস্যা ছিলো বলে স্বীকার করেন । এ বিষয়ে কেন্দুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে নিহত শুভ মিয়ার বোনের বরাত দিয়ে বলেন, শুভর মানসিক কিছু সমস্যা ছিলো । কারো প্রতি কোন অভিযোগ নেই । তিনি আরো বলেন, বিষয়টি আমারা আরো খতিয়ে দেখছি । SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: