ফরিদপুরে ভুয়া মেজর ভুয়া পরিচয় দানকারী সেনাবাহিনী কর্তৃক আটক দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫ মোঃ রিপন শেখ।। ফরিদপুরে ভু’য়া মেজর পরিচয়দানকারী আমিনুল ইসলাম আপন নামের এক যুবককে বৃহস্পতিবার দুপুরে গ্রেফ’তার করেছে সেনাবাহিনী। আটককৃত হলেন, সে পাবনা জেলার ফরিদপুর থানার পাচপুংলি গ্রামের মৃত আলেফ মন্ডলের ছেলে। সুত্রে জানা যায়, উক্ত ব্যক্তি ২০১৩ সালে বিজিবিতে সিপাহী পদে যোগদান করে। বিজিবি রেজিঃ নং ৯১৮৪৮ বিভিন্ন অপরাধের কারণে ২০২১ সালে র্যাবে থাকা কালীন সময়ে অপরাধের কারণে ২০২২ সালে চাকরিচূত হয়। ভুয়া মেজর পরিচয় দিয়ে আমিনুল মেজর পরিচয় দিয়ে মধুখালীর এক তরুণী সাথে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এরই মধ্যে গত রমজানে আমিনুল তার বিশেষ প্রয়োজনে ঐ তরুণীর নিকট থেকে ৯০ হাজার টাকা হাতিয়ে নেয়। ওই টাকা ফেরত না দিয়ে তালবাহানা করে আমিনুল। এরপরে ওই তরুণীর কাছে আরো ২ লাখ টাকা দাবি করে। টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে ফরিদপুরে নিয়ে আসে। পরে সেনাবাহিনীর কাছে ধরিয়ে দেয়। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: