বগুড়া কাহালুতে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫ মোঃ আবু সাঈদ।। কাহালু বগুড়াঃ বগুড়ার কাহালু থানার এ.এস.আই মোঃ মোজাম্মেল হক ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার পাইকড় ইউনিয়নে উচলবাড়িয়া বাজার থেকে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ বজলু মিয়া (৫৫) কে গ্রেফতার করেছে।গ্রেফতার কৃত মোঃ বজলু মিয়া উপজেলার পাইকড় ইউনিয়নের বড় বরঙ্গাশুনি গ্রামের মৃত ছামাদ প্রামানিকের পুত্র। থানা পুলিশ জানান,২০২১ সালে দায়েরকৃত অর্থ ঋণ আদালতে ১৯৫২/২০২১সি আর মামলায় আদালত মোঃ বজলু মিয়াকে ১ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: