বগুড়া কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের মালিগাছা চৌরাস্তা জামে মসজিদের ব্যাটারি চুড়ি এবং চোর আটক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫

মোঃ আবু সাঈদ।।

বগুড়া কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের মালিগাছা চৌরাস্তা জামে মসজিদের দিনে দুপুরে ব্যাটারি চুরির ঘটনা ঘটে।২৩/০৩/২৫ ইং আনুমানিক ৩ ঘটিকার সময় যখন‌ মসজিদে কেউ থাকেনা লোক চক্ষুর আড়ালে চোর মোঃ বাহানুর পিতা মোঃ ইউনুছ আলী। গ্ৰাম : কড়ি বামুজা, কাহালু বগুড়া সে সমজিদের ভিতরে প্রবেশ করে তার পড় মসজিদে ৩৮ কেজি ওজনের একটি ব্যাটারি খুলে চাদরে মুড়ে রাস্তার ধারে রাখে এই সময় একজন ঐ মসজিদের নিয়োমিত মুসুল্লি রাস্তা দিয়ে যাচ্ছিলো এসময় রাস্তায় ধারে চোর ও ব্যাটারি দেখতে পাই।চোর টের পেয়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ঐ সময় এলাকার কিছু ছেলে পেলে মোটরসাইকেল যোগে চোরটি কে ধাওয়া করে রাস্তায় মাঝ খান থেকে একটি ব্যাটারি চালিত রিকশায় করে পালাচ্ছিলো ওখান থেকে আটক করে নিয়ে এসে তার পর গ্ৰাম বাসি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান এর মধ্যেমে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে চোরটি কে থানায় নিয়ে যাই এবং পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।