কয়রায় বিষযুক্ত ২ মন চিংড়ি মাছ সহ নৌকা আটক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫
 অরবিন্দ কুমার মণ্ডল।।
সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশনের অধিনস্থ খাশিটানা বন টহল ফাঁড়ির বন রক্ষীরা অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করা ৮০ কেজি চিংড়ি মাছ সহ ১ টি নৌকা আটক করেছে। এ সময় নৌকা হতে অবৈধ ২ টি ভেশাল জাল ও দুই বোতল কীটনাশক উদ্ধার করা হয়। ৯ জুলাই বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খানের নেতৃত্বে অভিযান চালিয়ে ছেড়া নদীর বাওন এলাকা হতে এ সকল চিংড়ি মাছ সহ এই নৌকা আটক করা হয়। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত ব্যাক্তিরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়।
কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন বলেন,  এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত চিংড়ি মাছ আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।