বটিয়াঘাটায় পরকীয়ার জেরে স্বামীকে হত্যা চেষ্টা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫

মোঃ মাসুম বিল্লাহ রায়হান।।

খুলনার বটিয়াঘাটার টালিয়ামারা গ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে নাসির উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে বটিয়াঘাটা টালিয়ামারা গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনার জন্ম হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের শেখ নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে একই এলাকার আসাদ শেখের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক করে আসছিল। পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠার পর থেকে নাসির উদ্দিন বিভিন্ন সময়ে আসাদ শেখকে হুমকি-ধমকি দিয়ে আসছিল।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি নাসির উদ্দিন আসাদ শেখকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায়। এই হামলায় আসাদ শেখের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। এ বিষয়ে স্থানীয়দের অনেকে জানান, নাসির উদ্দিনের বিরুদ্ধে এর আগেও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এলাকাবাসী দ্রুত তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। স্থানীয় লোকজন বলেন আমরা সকলে এমন জঘন্যতম অপরাধকারীর ব্যাপারে সুস্থ তদন্ত করে তাকে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে সবিনয় অনুরোধ করছি।