নোয়াখালী বিভাগ চাই আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে জেলা সমিতির নিন্দা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৫ মো.রিয়াজুল সোহাগ ।। কুমিল্লা পদুয়ার বাজারে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনকারীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নোয়াখালী জেলা সমিতি, ঢাকা। সংগঠনের সভাপতি এম এ লতিফ বেলাল স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ অক্টোবর শনিবার সকালে কুমিল্লার পদুয়ার বাজারে “নোয়াখালী বিভাগ বাস্তবায়ন” কর্মসূচিতে অংশ নিতে আসা আন্দোলনকারীদের ওপর একটি সংঘবদ্ধ চক্র হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন বলে দাবি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় একটি প্রভাবশালী গোষ্ঠী পূর্বপরিকল্পিতভাবে তাদের বাস আটকে দেয় এবং পরবর্তীতে হামলা চালিয়ে ব্যানার-ফেস্টুন ছিনিয়ে নেয়। এসময় হামলাকারীরা অশ্রাব্য ভাষায় গালাগাল ও হুমকি দেয়। একপর্যায়ে নোয়াখালীর পক্ষে স্লোগান দেওয়া এক শিক্ষার্থী — মুশফিকুর রহমান নামের — উপর শারীরিক আঘাত করা হয়। নোয়াখালী জেলা সমিতি এ ঘটনাকে ন্যাক্কারজনক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলনকারীদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।” সংগঠনটি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। SHARES সারা বাংলা বিষয়: