ফরচুন বরিশালকে ২০ লাখ টাকা উপহার দিল নগদ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৪ নিজস্ব প্রতিনিধি।বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের খেলোয়াড়-কর্মকর্তাদের ২০ লাখ টাকা উপহার দিয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড। নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক সম্প্রতি রাজধানীর একটি হোটেলে উপহারের চেক হস্তান্তর করেন। খবর বিজ্ঞপ্তি। ফরচুন বরিশালের পক্ষে চেক গ্রহণ করেন দলটির স্বত্বাধিকারী মিজানুর রহমান ও অধিনায়ক তামিম ইকবাল।চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, সাইফউদ্দিন, শামীমসহ দলটির খেলোয়াড় ও কর্মকর্তারা। SHARES খেলাধুলা বিষয়: