লালমনিরহাটে করতোয়া কুরিয়ার সার্ভিস থেকে ১০কেজি গাঁজা উদ্ধার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মে ১৪, ২০২৪ এ,এল,কে খান জিবু।করতোয়া কুরিয়ার সার্ভিস লালমনিরহাট শাখায় অভিযান চালিয়ে ১০কেজি গাঁজা উদ্ধার করেছে সদর থানা পুলিশ৷ রোববার(১২মে) বিকালে কুরিয়ার সার্ভিস এর বুকিং কাউন্টার থেকে একটি কার্টুনে প্যাকেট করা ওই গাঁজা উদ্ধার করা হয়। করতোয়া কুরিয়ার সার্ভিস লালমনিরহাট শাখার ম্যানেজার মিলন মিয়া বলেন, জনৈক এক ব্যক্তি একটি কার্টুন নিয়ে কুরিয়ার সার্ভিস অফিসে আসে বুকিং দেওয়ার জন্য। এসময় তার কাছে চালান কপি চাইলে সে দিতে পারেনি। পরে সন্দেহ হলে কার্টুনে কি মালামাল আছে দেখতে চাওয়া হয়। তখন তিনি প্যাকেট খুলে দেখতে বলেই কৌশলে মোবাইল ফোন কানে ধরে অফিস থেকে বাইরে এসে দৌড়ে পালিয়ে যায়। এসময় পেছন থেকে দৌড়েও তাকে কেউ ধরতে পারেনি। পরে থানায় খবর দিলে পুলিশ এসে কার্টুন খুলে পলিথিনে মোড়ানো ১০কেজি ওজনের ৩টি গাঁজার প্যাকেট উদ্ধার করে। সদর থানার এসআই নাজমুল ইসলাম জানান, কুরিয়ার সার্ভিস থেকে থানায় খবর দেওয়া হয়। পরে এসে কার্টুনে প্যাকেট করা ১০কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য লক্ষাধিক টাকা। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা করা হবে বলেও তিনি জানান। SHARES জেলা/উপজেলা বিষয়: