ইপিজেডে পুড়ে ছাই ২৫ টি টিনশেডের ঘর দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, জুন ২, ২০২৪ মামুন মোল্লা।চট্টগ্রাম ইপিজেডের আগুনে পুড়ে ৮ পরিবারের ২৫ টি টিনশেডের ঘর ছাই । এতে অন্তত 8৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা । গতকাল বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিট ইপিজেড এর আকমল আলীর ৩৯ নং ওয়ার্ডস্থ ৬০ কলোনির ভিতরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে । আগুনের সূত্রপাত নিয়ে মোহাম্মদ মুবিন দৈনিক দেশ সেবা কে জানান ,আকমল আলী খালের পশ্চিম পাশে ৬০ কলোনিতে সকাল ১০ঃ ৩০ মিনিটের দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে । খবর পেয়ে পতেঙ্গা ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন । সং লিষ্ট কয়েকজন ব্যক্তি বলেন, ফায়ার সার্ভিস আসতে অনেক সময় নিয়েছে যথা টাইমে আসলে এত ঘর পুড়ে ছাই হত না । বালি দাশ বলেন, বিয়ের জিসিন পএ সহ ৮ লক্ষ টাকা পুড়ে ছাই ।ক্ষতিগ্রস্তরা জানান ,অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের প্রায় 8০/8৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । আগুনে পুড়ে একটি গরু মারা যায় , তিনজন লোক আহত হয়েছেন , ৩ জন শিক্ষার্থী জানান , তাদের জি এস সি এস এস সি সার্টিফিকেট পুরে ছাই শুধু তাই নয় ২৫ টি ঘরের ভিতরে ছিল জাতীয় ভোটার আইডি কার্ড এবং আসবাব পত্র পুড়ে ছাই । প্রায় নগদ টাকা ৮/১০ লক্ষ টাকা পড়ে ছাই। পতেঙ্গা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান ,স্থান খুঁজে বের করতে একটু সময় লাগে । ঘটনাস্থলে এসেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন চট্টগ্রাম ১১ আসনের এম আব্দুল লতিফ মহোদয় কে ফোনে বার বার চেষ্টা করে পাওয়া যায় নি । ৩৯ নং ওয়ার্ডস্থ বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ আক্কাস সওদাগর ঘটনাস্থল পরিদর্শন করেছেন । SHARES জেলা/উপজেলা বিষয়: