নবীনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ফারুক আহমেদ জয়ী দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, জুন ৬, ২০২৪ ফরিদ আহমেদ।ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে,আনারস প্রতীকে ৫৮ হাজার ৩৪৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা (সদ্য বহিষ্কৃত) মো. ফারুক আহমেদ, নিককটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামীলীগের যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস ঘোড়া প্রতীকে পেয়েছে ২৫ হাজার ৬৮২ ভোট । ভাইস চেয়ারম্যান ( মহিলা) আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির নেত্রী মাহমুদা আক্তার শিউলি ৫৮ হাজার ৫৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিককটতম প্রতিদ্বন্দ্বী সাবিনা ইয়াসমিন কলস প্রতীকে পেয়েছে ৩১ হাজার ৩৩৯ভোট। ভাইস চেয়ারম্যান (পুরুষ)পদে ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মেহেদী হাসান চশমা প্রতীকে ৩২হাজার ৪০৪ পেয়ে নির্বাচিত হয়েছে। নিককটতম প্রতিদ্বন্দ্বী নবীনগর পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খাইরুল আমিন মাইক প্রতীকে পেয়েছে ২৩ হাজার ৫৪৪ভোট। বুধবার রাতে ফলাফল ঘোষণা করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তানভীর ফরহাদ শামীম। SHARES জেলা/উপজেলা বিষয়: