টয়লেট পেপার দিয়ে ফুটবল খেলছেন মেসি! দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০ করোনা ভাইরাসে আ’ক্রান্ত হয়ে দিনদিন মৃ’তের সংখ্যা বেড়েই চলছে। সারাবিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে মৃ’ত্যু হয়েছে ৭১৫৮ জনের। এরইমধ্যে আ’ক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৯০৬ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮২ হাজার ৬৮৮ জন। ইতোমধ্যে বাংলাদেশে করোনাভাইরাসে আ’ক্রান্ত ২১ জন রোগী শনাক্ত হয়েছে। এমতাবস্তায়, ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ের সকল ফুটবল ম্যাচ বর্তমানে স্থগিত ঘোষণা করা হয়েছে । প্রাণের ভয়ে কেউ বাসা থেকেই সহজে বের হচ্ছে না। চারদেয়ালের ভিতরে আবদ্ধ হয়ে পড়েছে জীবন। কিন্তু এরকমভাবে অলস বসে থাকতে কারই বা ভালো লাগে? তাই অনেক ফুটবলারকেই সৃজনশীল কোনো কাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হতে দেখা যাচ্ছে । সম্প্রতি, মেসি টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, তিনি টয়লেট পেপার দিয়ে ফুটবলীয় কায়দায় কসরত দেখাচ্ছেন। ১৬ সেকেন্ডের ভিডিওটিতে তিনি টয়লেট পেপারের রোলটিকে লুফার সময় মোট ১৯ বার স্পর্শ করেন। একইসঙ্গে তিনি ‘টেন টাচ’ শিরোনামে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অন্যান্য ফুটবলারদের উদ্দেশ্যে। এই চ্যালেঞ্জে মেসির মতো করেই টয়লেট পেপারকে অন্তত ১০ বার স্পর্শ করতে হবে। SHARES খেলাধুলা বিষয়: